Loading...

Blog Details

পদোন্নতি পেলেন ভিসতার ৬ কর্মকর্তা

পদোন্নতি পেলেন দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ভিসতার ৬ কর্মকর্তা।  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গুলশান-১-এ অবস্থিত ভিসতার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ভিসতার চেয়ারম্যান সামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ,  পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম ও ভিসতার পরিচালক প্রকৌশলী মইনুল হক, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হায়দার উজ্জামান সুজন,  ডিভিশনাল সেলস ম্যানেজার জুয়েল রানা ও এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) রাকিবুল হাসান। 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সিনিয়র ডেপুটি ডিরেক্টর থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) হলেন তানভীর রেজা জিহাদ,  ডেপুটি ডিরেক্টর থেকে  সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) হলেন ফয়সাল ইসলাম শশী, এজিএম থেকে সহকারী পরিচালক (অ্যাকাউন্টস) হলেন সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) থেকে সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) হলেন জয়নুল আবেদীন জয়, ইন্টার্ন থেকে  এক্সিকিউটিভ (করপোরেট অ্যাফেয়ারস) হলেন মেনুকা তাসনিম ও ইন্টার্ন থেকে  এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) হলেন হায়দার আলি খান।

এক্সিলেন্স ইন টেকনোলজি’-এই স্লোগান নিয়ে ২০২১ সালের শুরুতে ভিসতার যাত্রা শুরু। অতি অল্প সময়ের মধ্যে তারা দেশের ইলেকট্রনিক্স জগতে উচ্চ ভাবমূর্তি তৈরি করেছে। তাদের ব্যবসায়ের প্রবৃদ্ধি অতি ঊর্ধমূখী। বিশেষ করে উচ্চমানসম্পন্ন প্রযুক্তিপণ্য ভিসতা অ্যান্ড্রয়েড এবং এইচভ্যাক (সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং) টেকনোলজিতে এরইমধ্যে ভিসতা গ্রাহক এবং পরিবেশকদের সমীহ আদায় করেছে।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে কারখানা স্থাপন করেছে ভিসতা। এরইমধ্যে ভিসতা পণ্য বিদেশে রপ্তানির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ন ভূমিকা পালনের প্রতিশ্রুতিতে নিয়ে ভিসতা কাজ করছে বলে জানা গেছে।