ভিসতা: নবীন ব্র্যান্ড, লক্ষ্য শীর্ষ স্থান অর্জন (প্রথম আলো)
ইতালি শব্দ ‘ভিসতা’ অর্থ দেখা, সুখদর্শন, দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। বাংলাদেশে বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি, বাজারজাত করা এবং রপ্তানির লক্ষ্য নিয়ে গত বছর যাত্রা শুরু করে ‘ভিসতা’ ব্র্যান্ড। ‘এক্সিলেন্স ইন টেকনোলজি’ স্লোগানে অভিজাত পণ্য দিয়ে বিশ্বের শীর্ষ ব্র্যান্ডের একটি হওয়াই ভিসতার উদ্দেশ্য।
ভিসতার উদ্যোগের সঙ্গে জড়িত আছেন পাঁচ স্বপ্নবান, অভিজ্ঞ ও মেধাবী উদ্যোক্তা। যাঁরা সবাই দেশের শীর্ষস্থানীয় একটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পেছনের কারিগর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন নিজেদের ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে।
ভিসতার চেয়ারম্যান শামসুল আলম, দীর্ঘদিন ধরে কাজ করছেন দেশের ইলেকট্রনিকস খাতে। ইলেকট্রনিক পণ্যের মেশিনারিজ ও কাঁচামাল বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ রেফ্রিজারেটর কারখানা প্রতিষ্ঠার পেছনে সরাসরি কাজ করেছেন তিনি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, যাঁর হাত দিয়েই বাংলাদেশ প্রথম ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে। ইলেকট্রনিক পণ্যের আন্তর্জাতিক বাজার সম্পর্কে একজন বিশেষজ্ঞ তিনি। ভিসতার পরিচালক উদয় হাকিম ব্র্যান্ডিং, করপোরেট কমিউনিকেশন, পাবলিক রিলেশন, মিডিয়া ও মার্কেটিং বিষয়ে বিশেষজ্ঞ। নতুন বা ছোট একটি ব্র্যান্ডকে জাতীয় তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি এর আগে দক্ষতার পরিচয় দিয়েছেন। দীর্ঘ ১২ বছর সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্ন উদয় হাকিম ভিসতার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা বিজনেস ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভিসতার আরেক পরিচালক প্রকৌশলী মইনুল হক, যাঁর হাত ধরেই বাংলাদেশে প্রথম ইলেকট্রনিকস কারখানা হয় এবং ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য প্রথম উৎপাদনে যায়। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রকৌশলী হিসেবে তিনি পরিচিত।
ভিসতার অন্যতম পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সিনেমার পর্দার পাশাপাশি বাস্তবেও তিনি সফল একজন করপোরেট ব্যক্তিত্ব। নায়ক এবং উদ্যোক্তা ইলিয়াস কাঞ্চনের চেয়ে তিনি বিশ্ববাসীর কাছে সমধিক পরিচিত ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’–এর জন্য।